আমি স্নেহময়ী,আমি রূপবতী
            আমি লালসার ফাঁদ পথিকের,
হ্যাঁ আমি বেশ্যা, আমি কামিনী
              আমি লজ্জা এই সমাজের।
আমি শৈব,আমি সংসার
                আমি বয়ে যাওয়া বারিধারা,
আমি অভিশাপ, আমি অপবাদ
                 আমি সমাজ বাঁধন হারা ।


আজ রবির কিরণ আমার দেহে
                    অগ্নির সম জ্বলে...
রাতের আকাশের চন্দ্রিমা আলো
                জীবনের কথা বলে।


বেশ্যা কি কেউ দেহে হয় নাকি?
                 বেশ্যা তো হয় মনে,
বেশ্যাতো কত যুবকও হয়
                তার কুসুমিত যৌবনে।


সবার শেষে যবনিকা টানি
               সেই সমাজের নামে...
যারা দিনের আলোয় সভ্যতা খোঁজে
                  নিষিদ্ধ কন্ডোমে।
হ্যাঁ আমি বেশ্যা, আমি দেহ বেচি
                   আজ টাকার বিনিময়ে,
আমি গর্বিত এই সমাজের বুকে
                      বেশ্যা হতে চেয়ে।।