রাধা কাঁদে কালার তরে সারা রাত্রি জাগি
ভুলতে নারে রায় শ্যামেরে এমনি অভাগী।
অল্প কথায় গল্প কথায় স্বপ্ন গাঁথার মায়া,
কেমনে বিনে থাকবে রাধা কালার কালো ছায়া
বাঁশির ধুনে পাগলিনী,মায়াবিনীর ছলে
যমুনাতে ডুবলো রাধা গোপনে অথলে
বাঁচতে নারে একলা রাধা পরান জুড়ে ক্ষত।
স্বপ্নে আসে সামনে আসে কালা অবিরত।
অয়নঘরে নয়ন তরে বাঁশুড়ির বাঁশিতে
দিবানিশি শ্যামের হাসি পারেনা ভুলিতে।
ভালোবাসা সর্বনাশা বুঝলো নারে রাধা
রাই ও কাঁদে কালাও কাঁদে কাঁদেরে বিধাতা
যুগের পরে যুগের তরে রাধা আসে ফিরে
কালাও আসে পিছু পিছু কাঁদিতে অঝোরে।
কত গল্পের নোনা জলে কালা ওঠে ভেসে
অপূর্ণতায় পূর্ণতা হোক ভালোবাসার দেশে।।