বিনোদিনী রাই, কালা ছাড়া এ জগতে
আপন কেহ নাই,ও
বিনোদিনী রাই ,কালা ছাড়া এ জগতে
আপন কেহ নাই


আমি বিরহ অনলে জ্বলি দিবা নিশি
কালার পথ চেয়ে থাকে কালো শশী
লয় শ্রী চরণে ঠাঁই তুমি বল হে উপায়
মোর মরমে কলঙ্কের কালি কি দিয়া উঠাই


আমি কালার কলঙ্ক দাগ কেমনে সহিব
কালা বিনা এ জগতে কেমনে রহিবো
ও পরান গোঁসাই আমি কোথা বলো যায়
মোর নয়ন বিরহ জল কেমনে থামাই


আমি জীবন যতনে ভাবি শ্যাম কথা
কালার কলহ প্রাণে সহি শত ব্যাথা।
আমি ডরি ও ডরাই কালার বিরহ জ্বালায়
যে আগুন জ্বালালে,শ্যাম বলো কেমনে নেভায়


আমি জীবন আসনে তোমারে বসাব
তোমার প্রেম জলে,কলসি ভরিব
আমি পরান ভাসায় সদা কাঁদিয়া বেড়াই
মোর জীবন যৌবন রাত কেমনে পোহাই