ও মাঝি এই দেহতরী ভাসিও যাবার সময় হলে
আমি না বুঝি ভবের নিয়ম ভাসি চোখের জলে


পারিনা সহিতে আমি পারিনা বুঝিতে
সংসারেরও কলহে না পারি যুঝিতে।
কি করি মন বলো দয়াল…..
                                  মুক্তি কোথায় মেলে।


বাঁচার জন্য ছুটি আমি বাঁচতে নাহি পায়,
মরনের এই চক্রব্যুহে বলো কোথা যায়।
মন মিছে কাজে রইলো মেতে …
                                  সময় গেলো চলে।


কোন পথেতে হরি আছে কোন পথে গোঁসাই
কোন পথে তে গেলে বলো কৃষ্ণ দেখা পায়।
আমি সেই পথেতে যাবো দয়াল….
                                   তোমার দেখা পেলে।