হটাৎ করে মেঘ জমেছে বুকের ভেতরে
অশ্মিনি ঝড় ভাঙল স্বপন প্রেমের আদরে
মিথ্যে ছিল মিথ্যে সব ঘুচলো কথা উঠলো রব।
পথ চলাটা থমকে গেলো নেশার চাদরে।।


কেমনে থাকে চোখের কাজল চোখের কোনেতে
ভ্রমর কালো গল্প নিয়ে নিঝুম ঘুমেতে
মিথ্যে আশার আস্ফালনে জল জমেছে চোখের কোনে,
স্মৃতির পাহাড় আঁচড় কাটে গহীন বনেতে।


ভীষণ দূরে একলা শহর প্রেমের শাসনে
বসিয়ে ছিলো মনের মানুষ মনের আসনে
নিভলো আশার শেষ চিরাগ বললো প্রিয় আজকে থাক,
মনের ভুলেই জল গড়ালো শুষ্ক নয়নে।


অভাব ভরা শুন্য বুকে  হিসাব মেলেনা
এত চাওয়ার পরেও কেন তাকে পেলোনা
হয়তো চাওয়া দোষ ত্রুটি পেরিয়ে আসা খুনসুটি
ভুলে থাকার চেষ্টারা আজ খোঁজে বাহানা।


নতুন তারা এক ঠোঁটের পরশ খোঁজে
মনের মানুষ মন কেমনের ধাত বোঝে
চাঁদের আলো দৃষ্টিকোনে প্রেমের পরশ সঙ্গপনে
ফুলের কুঁড়ি অলির প্রেমে মন মজে।


দিনের শেষে পথ দাঁড়ায় থমকে একলা
কত কথা ছিলো বলার হয়নি তো বলা
কথার ওপর কথার ভার ভাঙলো হৃদয় মনের দ্বার
জীবন শুধু রামধনু রঙ অদৃষ্টেরই খেলা


একলা শেষে পথের ধারে নিঃস্ব অসহায়
মনে জমা কথার ডালি স্মৃতিরা পোড়ায়
আজকে কথার ভিরগুলি স্মরণে লেপে রঙতুলি
অন্তিমে আজ ইতি টানি জীবনের খেলায়।