লাগলে আঘাত তোমার মনে আমার চোখে জল গড়াবে!
কুজ্ঝটিকায় ঢাকলে আকাশ সূর্য পানে হাত বাড়াবে।
আকাশ কোনের শুকতারাটা সুখের জন্য রাত্রি জাগে,
আমি তোমার চাওয়া হব প্রতি ঝড়ের অস্তরাগে।


হটাৎ করেই কেমন যেন তারা খসা রাতের মতো
এক নিমেষে মিটিয়ে দেবো তোমার মনের দুঃখ যত।
চাঁদের হাসি বাঁধ ভাঙবে ভাসিয়ে দেবে মনের জমি
সারা জীবন চুপিসারে মনের কোনেই থাকবে তুমি


দারুন জ্বরে পুড়বে যেদিন শরীর তোমার!
সেদিন,আমার শরীর পাল্টে হবে থার্মোমিটার।
দুটো শরীর এক বিছানায় মিলিয়ে দেবো,
তোমার চোখের আলসামিতে, উদ্ভট সব স্বপ্ন হবো।


ঠোঁটের নীচে ঠোঁট থাকবে বন্ধ হবে চোখের চাওয়া,
চলবে সারা শরীর জুড়ে উষ্ণতাদের দেওয়া নেওয়া!
সময় তখন থেমে যাবে,মন ছুটবে আলোর বেগে,
তোমার কোল বালিশ হয়ে,থাকবো সারা রাত্রি জেগে।


প্রভাতফেরির গানে যখন জাগবে তুমি বিশ্ব হয়ে
কাটবে মনের জটিলতা তোমার আমার সমন্বয়ে
তোমার নাকের নোলক খানি বাজবে যখন শব্দ করে,
আমি তখন বিজয়ী হবোই তোমার ডাকা সয়ম্বরে।


গল্পেরা সব সত্যি হবে সোনার কাঠির স্পর্শ পেয়ে
তোমার দিকেই তাকিয়ে আছি অবাক চোখে দেখবে চেয়ে
কত পাহাড় পেরিয়ে আমি তোমার জন্য প্রেম এনেছি,
আমার মনের সুমুদ্রেতে তোমার জন্য দ্বীপ কিনেছি।


সেই দ্বীপেতেই আমরা দুজন রংমশালের ঘর বাঁধবো
হাজার যোজন দুরত্বদের কথার ছলে মিটিয়ে দেবো।
না বলা যে কথাগুলো আটকে যাবে তোমার ঠোঁটে
বুঝে নেব তোমার কথা তোমার চোখের কম্পনেতে


বুঝলে নাতো ওগো প্রিয় কত তোমায় ভালোবাসি
কিসের তরে বারে বারে তোমার কাছে ছুটে আসি
একটি বারও মনের ভুলেও পড়লে নাতো চোখের ভাষা,
তাই বুঝি কই গুনিজনে প্রেম ই হলো সর্বনাশা।


যেমন করে শিব কেঁদেছে যেমন করে শ্যাম
এই দুনিয়ায় সেই কেঁদেছে যেই করেছে প্রেম,
কত প্রেমিক থমকে গেছে প্রেম  কি থামে তাতে
বাকি জীবন কাটিয়ে দেব আমিও তোমার অপেক্ষাতে।