তুমি হওনি রাত জাগা পাখি
আঁখিতে রাখোনি কখনো আঁখি

পথের মাঝে বৃষ্টি হয়ে কখনো ঝরে পড়ো নি
বকুলের মালা গেঁথে খোঁপায় পড়ো নি

হাতে হাত রেখে কখনো বলোনি
আজ যেও না প্রিয়
কখনো বলোনি হে সুপ্রিয়
আমার ভালোবাসা নিও

আমার বিদায় শুনে,
ঠিকই ছিল তোমার  কাজল  
গোছানো  ছিল সব কিছু
কেশ বন্ধন ছিল অবিকল।

আমার ভালোবাসা তোমায় রাঙিয়েছে
তুমি এ কথা কখনো বলো নি
ভালোবাসার রঙিন সড়ক ধরে
তুমি কখনো চলো নি