বিচ্ছেদের পর সম্পর্কটা এসে দাঁড়ায় ভাববাচ্যে।
কর্মবাচ্য বা কর্তৃবাচ্য বলে কিছু থাকে না।

বিচ্ছেদের পর সম্পর্কটা এসে দাঁড়ায় দোটানায়।
সংযোগ ছিল ঠিক ! নাকি বিচ্ছেদই ঠিক!

বিচ্ছেদের পর সম্পর্কটা আর দ্বন্দ্ব সমাসে থাকে না।
হয়তো অবস্থান করে সেখানে বহুব্রীহি সমাস!

বিচ্ছেদের পর সম্পর্কটা এসে দাঁড়ায় বিপরীত শব্দে।
সমার্থক শব্দ আর খাটে না।

বিচ্ছেদের পর সম্পর্কটা হয় অনুসর্গে।
উপসর্গের মতো আর বসে না অগ্ৰে