এক পশলা বৃষ্টি
______________


বসন্তের প্রাক কালে
কোকিল ডাকে কুহু কুহু,


হেমন্তের ই বিদায় বেলা
লেগেছে বসন্তেরই বিহু।


বলবো বলেও হয়নি বলা
কত না বলা কথা,


অন্তরে আজ জাগে
বিষম ব্যথা!


এক পশলা বৃষ্টি চেয়ে,
লিখেছে কত রঙের গান।


সঙ্গীত আজ হারিয়ে গেছে
তবু হারায়নি যে তান ।


মনের কথা মন বুঝেছে
তোমার পাশে বসে,


কাব্যরা সব হারিয়ে গেছে
তোমার কাছে এসে।


গল্প বলার ছলে , মেঘের অশ্রু জলে,
দিন গুলো সব প্রহর গুনে অসীম মায়া বলে,
কেবল, তুমি আসবে বলে, তুমি আসবে বলে।


কলমে - পূজা চক্রবর্তী