কারোর দয়ার উপর নির্ভর করি না,
কারোর অবহেলায় কাঁদি বা মরি না।
চাই না করুণা, চাই না মিথ্যে সান্ত্বনা,
নিজের ছায়াতেই গড়ি নিজের ঠিকানা।
ভালোবাসা চাই না দয়া মেশানো করে,
সম্মান যেখানে নেই, হৃদয় সরে পড়ে।
আমি চাই স্থান, যেখানে মূল্য পাই আমি,
অপশন নই, আমি সেই আগুনের দামি।
পথে যদি কাঁটা পড়ে, তবুও থামি না,
স্বপ্নের খাতায় আমি ভাগ্য লিখি না।
সম্মান যেখানে নেই, সে ঘর আমার নয়,
আমি আগুন হয়েই চলি, ছাই হয়ে রই না।
প্রথম হয়ে থাকবো, যদি ভালোবাসো ঠিক,
নইলে একা চলার রাস্তাই অধিক সঠিক।
চোখে চোখ রাখলে দ্যাখো – আমি ভয় পাই না,
আমি নীরবে অপমান সই না।