আপন_পর


যারে তুমি ভাবলে আপন,
সে_ ই তোমায় ভাবিল পর।


সবই ক্ষণিকের মায়া,
আপন শূন্য বিধির এই খেলা ঘর।


কে আপন আর কে যে পর?
আজও জানা হলো না হে ঈশ্বর।


যাহার জন্য চক্ষু আজি অশ্রু সাগর,
সময় এসে  বুঝিয়ে দিলো সেও ছিল পর।


জীবন মাঝি রে, যারে তুই ভাবলি আপন,
সে _ই  তো ভাঙলো তোর সুখের স্বপন!


আপন পরের  এই খেলা ঘরে,
শ্রী কৃষ্ণ ভজিবারে বড্ড ইচ্ছে করে।


ওরে মন,কৃষ্ণ বিনা কেহ নাহি আপন এই ধরাতলে,
তাই লহ রাধে কৃষ্ণ নাম সকল দুঃখ,কষ্ট ভুলে।