সর্ব লোক পূজিতা তুমি মা সরস্বতী ,
নাশ করো আমার সকল দূর্মতি,


মাঘ মাসে শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে তোমায় পুজি আমি,
সর্বদা আমি তোমার ঐ রাঙা চরণে শত কোটি  প্রণমী।

তোমা বিনা বাক্য হীনা জগতের সকল জীব।
তোমার পিতা মহাদেব মহাযোগী শিব।


জয় মা সরস্বতী,দিও মাগো বিদ্যা বুদ্ধি,
জানি না মন্ত্র তন্ত্র ,জানি না মা পুষ্প শুদ্ধি।


বিদ্যার দেবী তুমি শ্বেত পুষ্প শোভিতা
মাগো তুমি শুভ্র অলংকার ভূষিতা।


শ্বেত পদ্মাসনা , তুমি শ্বেত বীণা ধরা।
ব্যার্থ জীবন তাদের,তোমার স্তব করে না যারা।


মাগো  করুণার আধার তুমি বীণাপানি,
তোমার চরণে শত কোটি প্রণমি।


মাগো ক্ষমো মম অপরাধ,
লহো মম কোটি কোটি প্রণিপাত।