পোড়া মনে অভিমানে
________________
স্মৃতিতে আগুন জ্বালিয়ে,
বাঁচতে পারিস যদি পালিয়ে,
তবে তাই করিস তুই!
পোড়া মনে অভিমানে,
কল্পনার অনুরণে,
স্মৃতি আঁকড়ে ই আমি বেচেঁ রই।
সব ভুলে , যাবো কই ?
কথা দিলাম তোকে
আঘাতে আঘাতে,
তোর অজান্তে,
দুঃখের পথান্তে,
রেখে যাবো প্রেম পারিজাত
সমাধির বাধ ভেঙে,
বাড়িয়ে দিবো হাত!
কথা দিলাম তোকে
অপবাদে রাঙিয়ে নিজেকে ।
থেকে যাবো ছায়া হয়ে,
পথের ধূলিতে।
থেকে যাবো মায়া হয়ে,
গোধূলি আলোতে ।।