মহা শিব রাত্রি
          কলমে_ পূজা চক্রবর্তী


বাবা ভোলা নাথ,আজ মহা শিবরাত্রি,
জয় জয় ভালনাথ,মহা শিবরাত্রি,


সবাই তোমার মাথায় দূধ জল ঢালতেই ব্যাস্ত,
তোমার পূজার বিধি নেই আমার জানা,জানি না তো এত শাস্ত্র।


কেউ তোমার মাথায় ঢালে জল,
কিন্তু মনে তার অনেক কিছুই পাওয়ার ছল।


বাবা চাই না আমি কিছু ,তোমার কাছে,
তোমার দয়ায় সবই আমার আছে।


তোমার উপর বড্ড আমার হয় অভিমান,
কেনো আজও দিলে না প্রভু তোমার চরণে আমায় স্থান?


কি দোষ প্রভু বলে দাও একবার,
নিজের ভুলের প্রায়শ্চিত্ত করবো বারবার।


মৃত্যু তে তোমার চরণ চাই প্রভু।
দয়া করে আমার ইচ্ছে পূরণ করো  হে প্রভু।