কেউ কর্ম সূত্রে বাইরে থেকে ফিরছিল বাড়ি
কেউ আপন জনের কাছে ফিরছিলো তাড়াতাড়ি।
হায় রে ভাগ্য, কে জানতো? মাঝ পথে হবে ছাড়া ছাড়ি!


কারোর আবার বোনের বিয়ে, একসঙ্গে ফিরছিলো পরিবার কে নিয়ে।
বোনের জন্য আনা সেই লাল বেনারসি টা দাদার লাল রক্তে রাঙিয়ে,


মা হারা সেই অনাথ শিশু যার বয়স সবে তিন_চার
অবিরাম কেঁদে কেঁদে জ্ঞান হারাচ্ছে বার বার!


মেয়ে হারা সেই মা,বুক ভাঙ্গা সেই কান্না
আর যে এই বেদনা সইতে পারেনা!


খুবই আনন্দিত মনে,অপেক্ষার প্রহর গুনে গুনে ,
প্রেমিক ফিরছিলো প্রেমিকার কাছে,
হায় রে বিধি, চির বিচ্ছেদ হলো মাঝে!