রোদ ছুঁয়ে দেখো,
বৃষ্টি ফোঁটা চোখে মেখো।
বাতাসে মন বিছিয়ে রেখো।
সময়ের মন বলে কিছু নেই।
নেই মালতীলতার মতো ঘুম জড়ানো সুবাস কোন।
সময় বিধতে জানে সমুখে জড় অভিমানে।
সময় আবছা মৃদু মাদল।
সময়ই সোনার হরিণ।
অভিলাষেও মৃত্যুহীন।
সময়ের রং বাতাস অথবা জল।
সময় বয়ে চলা মনের ভেলা।
এমনি করে ঝড়ের মতো চলে যায় বেলা।
বিন্দু বিন্দু পায়ের শত ভাবনার মেলা।
একটু হাসিতে একটু কান্নায়-
রাত আর দিনের ডালা।