দিক ভুলে বাঁধ ভেঙে চলে শীতের বাতাস।
গভীর মাঝরাতে প্রশ্বাসে বলয় ঘুরে নিপাত হয় সুরজ ঘ্রাণে।
মরমের মরমে লাগে ধুঁয়া উঠা ঘরুয়া অথবা বাইরের আলোড়নে এক কাপ চা।
মুগ্ধ হই নিরেট আবদারের সাথে চলার ঘের টোপে।
নিরন্নের চোখে তাকালে মনে হয় আমি ঘুম ভেঙে মহা সুখে।
সমুদ্রের প্রবালে জমে থাকা স্রোতের কষ্ট বুঝি টের পাইনা!
মাতাল হাওয়ায় ঢের আছে ত্রস্ত প্রাণ।
বিকেলের বাতাসে ভর করে রাতের ত্রিনয়।
ভোরের বিভাসে ভাঁজ করা আবারও তো সেই পৃথিবীর পথচলা।
একই প্রাণ, একই সুরের খেলা।
কারো দম বেঁধে বেঁচে থাকা-
কারো মিষ্টি হাসির বদলে অবাক বিস্ময়ে বুঝেও না বুঝার ভান করা।
পৃথিবীর পরে পৃথিবী চলে।
হিসেবের বাইরে মলিন মনের ভেলা।