নতুন নিঃশ্বাস ছুঁয়ে দেখে বাতাসের গভীরতা।  
বাতাস কি বলে থমকে থমকে যায়।
পুড়ছে অপারগ-
কাগজ-কলমের হিসেব নিকেশে।
থমকে যেওনা বাতাস সবার নিশ্ছিদ্রে।
পৃথিবী তোমার রাজ্যে।
আমরা ভেসে আছি প্রানের আবেগে-
তোমাকে বুকে ধরে শর্তহীন ভালবেসে।
কাছে মিশে; কেঁদে-হেসে,
অপরূপ এই শীতল চকিত চোখের শেষে।
সৃষ্টিকে চেয়ে দেখে বারে বারে-
টেনে নিয়ে বুকের গভীরে বেঁচে থাকার উচ্ছ্বাসে।
ফেলে আসা দিনে আবার ছুটে যাবার শীষে-  
জীবন অবাক চুপচাপ ঘুমে রাতের আঁধার-নিমেষে।