যে পৃথিবী দু’হাতে গড়েছে কোন শিল্পী মায়ার বাঁধনে-
নিস্তরঙ্গে অবলীলায় সহাস্যে চোখে চোখ রেখে চেয়ে দেখে।
সেখানে কারও পুরনো এক জনহীন দালানে শৈবাল পড়েছে অনেক।
অন্তরিন কষ্টকর অভিযোগেও দরোজা খুলে দেবার কেন কেউ নেই?
ভুতুড়ে ভয়ে কারও এক ছুটে দৌড়,
কোনদিন আর ফিরে না যাওয়া,  
চারিদিকে চিৎকার নিকষ জ্বলে মন আঘাতের অনলে।
যদি ভুল করেই পিছু ফির,
মনে রেখো তুমি মাথা কুটে মরার
দুর্বিষহ অতীতে আছো।
চেয়ে দেখো সামনে দিব্যি জ্বলছে অবারিত আলো।
ভুলেও কখনো পিছুটানে হেরো না।
যা কিছুই আছে; যাই পারো তুমি; হতে তো পারোই
উজ্জ্বল নক্ষত্র; ইতিহাসেই যদি থেকে থাকে বলা,
রং হারিয়ে যায় তাও তরঙ্গের নোনাভারে বিদগ্ধ নির্জলা।
আচমকা উপহারে সেদিন ছিল-
অনেক না বলা কথার প্রতিচ্ছবি,
মুহূর্তেই সজল সেই রোমন্থন।
কারও তাও বিকেলের আবছা আলোতে সুদূরপ্রসারী চোখে
এক অবনীল দীর্ঘশ্বাসে একাকী পথচলা।