আকাশের পানে লিখে দিও তার নাম-
যে তোমাকে ডেকেছিল সর্বশেষ।
একি নিঃশ্বাসে বাঁধা প্রাণের আবেশ।
একি বাঁধনে জড়ানো যে মরণ-
তাতে অপরাজিতার রং মেখো যতনে।
সেখানে তুমি হাসবে হৃদয়ের কিছু কান্না মিশিয়ে।
মনের বাতায়নে স্নিগ্ধ আকাশ হাসবে কখন-
কেউ তা জানেনা।
জানে তোমার মনের খেয়াল,
আর তার সাথে সৃষ্টির কেতন।
আর কেঁদোনা নীল ফেনিভ সমান।
ভালোবাসা তোমার যতনে বিভোর।
সব মুহূর্তের মানসে, প্রাণের ঔদার্যে ভরা-
দূর আকাশ পাড়ি দেয়া মেঘের নিনাদে।