জমাট আগুনে পুড়ে সরে গেছে মনের ত্রিপাল।
দগ্ধ হয়ে গেছে নির্বাক কান্না।
উন্নাশি বিভ্রাটে মাদকিয় কপাট খোলা।
আগুনের ঢেউ করেছে গ্রাস তুমুল বাতাস।
বর্ষার বাতাসের বিষাদ চাহনি হার মেনেছে।
হার মেনেছে ভরাট তরঙ্গ।
তপ্ত বাতাস খেলা করে মাতাল-
রিমঝিম বৃষ্টি সরোদে।
ঘুন ধরেছে আগুনের গায়।
কিছুটা অবনমে আর কিছুটা চেতনে।