কান্না কি শুধু চোখের?
হৃদয়ের কান্না কি নেই?
নেই কি মনের কান্না?
হেসে কেঁদে ফেলে যখন তা আনন্দের?
নাকি বুকফাটা হাহাকার আর্তনাদ?
আমার চোখ বলে যায় কতো বিদগ্ধ কান্না হৃদয়ের কোনে।
পতপত বাতাসে ঝিরিঝিরি বৃষ্টির মাঝে-
চোখ রেখে দেখো-
প্রকৃতি কিভাবে কাঁদে।
আমার ঘোলাটে চোখের কান্না সেই।
কত আকাশে কান্না থাকে?
একটাই তো আকাশ।
ঝিরিঝিরি বৃষ্টির মাঝে-
আমার কান্না ছুঁয়ে দেখে নিও।
হয়তো বৃষ্টিটাই হবে তোমার বেশি প্রিয়।