দূর দিগন্তে পড়ে থাকে মন প্রহরের পর প্রহরের অপেক্ষায়-
কোন এক জানালা ধরে থাকা আবেগের ছোটাছুটিতে
যদি আসে মিষ্টি সুবাতাস-
মন মাতোয়ারা হৃদয়ের অঞ্জলি ঘেরা-
সৃষ্টির সাক্ষীস্বরূপ অজান্তের যোগ-বিয়োগ।
একদিন সময় হাসবে সময়ের মতো করে,
যেভাবে রোদ ঝলমলে দিনে মানুষ পথ রচে।
অপেক্ষার প্রহর সত্যিই কাটতে চায়না,
মানে মনে হয় আরও কতো যে হিসেবি সব মুহূর্তের জোড়া সুতো।
নয়নের জল টপটপ করে পড়ে-
তাই কান্নাও বুঝি একি সারিতে হাসিতেও ঝরে পড়ে।
পৃথিবীর নিয়ম নিয়তির ঘেরে আঁকা-
সাথে ভাগ্য জুড়ে বসে নড়ায় ইতিহাসের পাতা।
আজ মনে হয় অম্ল-মধুর এ জীবন-
কেন যেন বিশাল হয়ে গেছে।
দু’টি চোখে পাপড়িরা সব নতুন আলো খুঁজে নিয়েছে।
আঁধারে পথ চলতে চলতে-
হঠাৎ যেমন তারাদের দল মায়া বাড়িয়ে দেয়-
অন্তত চেয়ে থেকে ভোরের আলো মেপে নিতে-
তেমনি- এ জীবন আলোর অপেক্ষায় চাঁদের দু’খে রাত্রি বুঝেছে-
নিয়ম মেনেছে নিয়ে যাপিত দিনের আলোর ভারে।
সত্য যদি সত্যি হয়, স্বপ্ন তবে ভুল নয় আর-
এক নতুন পৃথিবী আসবে জীবনে সব স্বপ্নিল করে দিতে-
একরাশ বৃষ্টির ঝড়ো ঝাপটা হয়ে-
তোমাকে কাছে পেতে।