দু’টি চোখ ভরে স্বপ্ন দেখতে কে কাকে মানা করেছে।
তোমার বুক জুড়ানো নিবিড় নিভৃত ভালোবাসা মানে-
মনের গাংচিলে ভর করে উড়ে যাওয়া অভিলাষী সৌন্দর্য।
রোদের চিলিকে একপশলা বৃষ্টির স্পর্শে রংধনুর হাসি,
বহুদূর থেকে তা ছুঁতে চাওয়া হৃদয়ের রাতে তরঙ্গে আমি পূর্ণিমায় ভাসি।
দুপুরের নীরবতায় শাল-পিয়ালের ডাক-
বিকেলের আবছা আলোয় হেঁটে হেঁটে কাছে কোথাও গোধূলি দেখার বাঁক।
প্রেমের বাঁধনে চন্দনাগুনে পূর্ণ তোমার লজ্জাভরা সাতপাক।