মৃত্যুর মুখোমুখি দাড়িয়ে আমি বেঁচে থেকে দেখেছি জীবনের তৃষ্ণা।
মৃত্যু আমাকে আপন করেনি।
করেনি দুরাপারও।
আমি বৃত্তের বন্দী হয়ে কাঁপতে কাঁপতে হৃদয়ের মরণ বুঝেছি।
অকাতরে নিভৃত রজনীতেও।
আমার গহীন মনের পাথারে।
আমি নকশা আঁকা পদচ্যুতিতেও হারিয়ে যেতে দেইনি নিজেকে।
সমস্ত শক্তি দিয়ে লড়াই করেছি প্রাণ-মন বিকিয়ে।
উজাড় হয়ে সূর্যের দিকে অবিরাম চেয়ে থেকে শপথ নিয়েছিলাম।
আমাকে বাঁচতে হবে।
আমাকে দেখিয়ে দিতে হবে আমিও পারি, পারবো।
আমি মরনের প্রশ্বাসের লোভাতুর কোণ থেকে শ্বাস নিয়ে-
দুঃসময়ের মরণকে মৃত্যু উপহার দিয়েছি।