শব্দের পর শব্দ কানে আসছে।
ঘুম জাগানিয়া শব্দ,
ঘুমকাতুরে শব্দও।
অবদমিত কিছু সন্ধ্যে তারা।
কিছুদূরের বাতিঘরে কিছু ঢেউ আছড়ে পড়লো আবারো।
ঘুমন্ত মনের দরোজায় খ্যাপাটে দেয়াশলাই-
নিভে যাওয়া হ্যারিকেনে আগুন জ্বালে।
কাউকে যেন খুঁজে বেড়াচ্ছে কেউ অহর্নিশ।
খুঁজে পাল্লা পায়না দূর হিম আকাশের বাতাস যেন সে।
শব্দহীন বাতাস-
তুমি চুপ থেকোনা।
দিনের প্রভাতে ভাসিয়ে দাও ফুটে থাকা ফুলের ঘ্রাণ।
নোঙ্গরে নোঙ্গরে হাসাও সহস্র মনের পাল।
হৃদয়ের মসজিদ, মন্দির, গির্জা আর সব উপাসনালয়ে-
প্রার্থনারত চাষি হও হে বাতাস তুমি অবিরাম অবিচল।
তোমার তো ঝড় হতে সময় লাগেনা জানি।
ঝড় না হও-
হও প্রশান্তির বুক ভরা সুখের নিঃশ্বাস।