ছিন্ন নত মুহূর্তের ফেরানো হৃদ্য ভাষা-
ফেরানো ক্লেশেও মুহূর্ত হাসে!
কোন এক অজানা রুদ্ধশ্বাসে।
ভাষা মুখের; ভাষা প্রাণের।
মন তরঙ্গ তোরণ তোড়ায় নিবদ্ধ সৃষ্টি ভাসে।
ন্রিপ্রলক ঊর্ধ্ব প্রশ্বাসে।
সলাজ সূচীত দিব্য বাতায়ন আর মুগ্ধও প্রাণ পাশে।
একি চোখ একি ভাষা একি বর্ণে সাধ্য কার কাড়ে?  
প্রাণেতে বাংলা।
স্নিগ্ধ সকাল বর্ণিত; নয় কখনো বিলীন।  
সেদিনের কোলাহলেও কিছু কুয়াশা।
স্বপ্ন একি স্বপ্ন নাকি বন্ধন?
ফেরারি মনের ভালোবাসা।
রাতের আকাশ ভেসে যেতে যেতে-  
ভোরের মৌন স্বর্ণালি আলোর কানে সবি আঁকা।
চোখে চোখ রেখে কথা বলে মৌন কেন চারদিক?
হঠাৎ চলে যাওয়া,  
আর পাশ ফিরে দুষ্টপনা।
কোমল কিছু প্রাণ দাগ কাটে পাশের এপাশের গ্রহেই।
জেনেছি আপন মনে কতো প্রিয় কিছু মানে কিছু অভিমানে।
তারপরের গল্পে-
তোমার সমুখে দিন আলোর বর্ষা টানে।