রাতের বাঁধন ঘিরে আঁধারে জমা শিশির শব্দে-
ঘুম ভেঙে যায় অবকাশে।
উদার আকাশ আজ ধূসরতা হারিয়েছে মেঘের ভেলায়।
তোমার চঞ্চলা মানসের মতো মেঘের লুকোচুরি।
ভাসে যে রূপালি তাকানোতে মিটি-দিঠি তারা।  
হারায় না যেন দূর নিকষেও কখনো এ অপার মায়া।
যেভাবে বৃত্তে ছন্দে নূপুরে নন্দিত নাচে-
রাতের আঁধার ঘিরে থাকা শিশির শব্দে।