এ এক বিস্তীর্ণ আকাশ,
মৌনতা যেখানে হার মেনেছে কিংবা মানেনি রংধনুর কাছে !
বিরল কিছু মননের পললে পললে গাঁথা অবাক চাহনি ।
এ আকাশের বিশালতা শুধু আকাশ জানে,
ছিন্ন বিচ্ছিন্ন মানবিকতা শুধু অবকাশে ভাসে ।
মন কখনো কি আঁকা যায় ?
দেখা তো দূরের কথা ।
অবাক হয়ে হাসি-কান্না জড়ানো একটি মুখের পানে চেয়ে,
বৈভব বৃত্তে সীমাহীন দুর্ভোগ এক নিমেষে !
এ যেন আর কিছু নয়...
পাশে থাকা কথা বলা অথবা শূন্যতার মাঝেও বিস্তীর্ণ হয়ে,
অনন্তকালের প্রহর গোনা ।