বুকের সমস্ত আঙ্গিনা জুড়ে কোন সে ছায়া?
প্রদীপ জ্বলে মিটিমিটি নীরবে সবটুকু ক্ষত।
এখনো জীবন ফুরোয়নি।
ভালোবাসা নির্বাচিত কোন এক আখ্যান।
কিন্তু এ ভালোবাসা লোকজ নয়।
ধীরে ধীরে ডুবে যাওয়া-
মনের অগোচরে বয়।
হৃদয় নিংড়ে ভালোবাসতে গেলে অমায়িক হতে হয়-
হতে হয় কিছুটা বোকার মতন।
চোখ বেয়ে যখন অশ্রু নামে তখন বাঁ পাশটা মুচড়ে উঠে।
গভীর অবর্ণনীয় মায়ায় যতনে বাঁধা তোমার আমার নাম।
সুখের সংজ্ঞা দুঃখ জানে।
দু’খের ডাহুক মনের গোপন ভাঙে।
তোমার স্বজন; সযতন পরশে অন্তরের আকাশে কথা বলে।
এতো গভীর যে ভালোবাসা তাতে যেন না লাগে-
আর কোন পোড়ানল কখনো অবলীলায় কোন অবশেষে।
জানি তুমি সবসময় পাশে এখনো তখনো তুমি বুকের নোঙ্গরে ঘেঁষে।