অর্দ্রিকার চোখে জল।
আজ কেন যেন ভোরের বাতাসে মিষ্টি গন্ধ নেই।
নেই বৃষ্টির ছুতো পাহাড় ঘিরে টলমল।
কতো দূরে মেঘের দল..
এসে বল কিছু কাছে
ঘোরে থাকুক সময়ের ফোঁটা ছল।
দূরে যে সূর্য হাসিমুখে..
তাকিয়ে ভুলো রোদের রোষানল।
কাছে হাসো মৃদু বাতাস..
অর্দ্রিকার চোখে জল।
সাগরের ঢেউ ধীরে পড়..
আছড়ে আঁচড়ে সিক্ত কর পায়ের মল।
বৃষ্টি এসোনা আড় চোখে ভিজিয়ে-
অর্দ্রিকার চোখে জল।