শীতের শুরুর তিমির বুকে -
আকাশ ঘিরে এতো তারা মেখে;
জোনাকি পোকার ভিড় জমে
সন্ধ্যের মচকে যাওয়া বাতাসে।
মচমচে পাতার মতো ক্রমাগত ঝিঁঝিঁ পোকার শব্দ!
এক প্রগাঢ় ঘন রাত করেছে রচনা..
আবেগী গোধূলির নীড়ে।
এতো বুভুক্ষু রাত দেখিনি কখনো।
শীতের দরজায় কড়া নাড়ছে-
আর কত সুনসান রাত?
ভোর হবে কখন এই প্রতীক্ষার পাড়ে..
মনের খেপাটে যন্ত্রনা পাতাঝরা অরণ্য নাড়ে।
কংশ জলেও ধোঁয়া উঠা ভোর।
হিম নিশপিশ বাতাসেও প্রাণ..
ছুটে চলে তৃপ্তিহীন।
ঢেউয়ের বুকে আকাশ চঞ্চলা অমলিন।
বাতাসের বাঁকে কুয়াশা শব্দে কাঁদে।
সিক্ত দেহের জল ঝরার মতো।
মনের চমকানো যত চাওয়া..
রোদনে চোখের ভীমরি খাওয়া শত।
চোখ মেলে শুধুই জোনাকির আদুরে আলো।
জোনাকি..কাছেই উড়ো-মেঘের রংয়ে হাসো।
তারার মিছিলে সন্ধ্যের দুপুর-
হেসেই ছুঁয়ে ভুলুক-
প্রাণের মোড়কে থাকা গর্জন।
নীলাভ মিটিমিটি কানে চুপিসারে..
অবাক লাজে দুলুক।