অনেক চোখের দীপ্ত গভীরে রাতের বাদল-
প্রাণের ভিতরে খেলা করে-
সূক্ষ্ম আবেগ গভীর হয়ে কোথায় হারায়-
জানার বাইরে – বাইরে বুঝার।
বুঝতে যে হৃদয় লাগে তা যে নেই-
চোখের বাদলে হারাতে যে চিত্ত লাগে,
তা যে জানা নেই কোন সেই।
কিছু মনের রোদের গভীরে বৃষ্টির খেলা-
দেখেই সিক্ত গভীরের হৃদয়।
কিভাবে যায় বলা কোন সে ভাষায়-
বুঝতে গেলেও যে আবেগ লাগে,
সেটাই বা কোথায়?
আর কোথায় বা চুপটি লুকায়।


(বাংলার কবিতা ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে)