কেন মনের মন্দিরে উদাসী বাঁশি বাজে অজানা সুরে?
কেন বাহুছাড়া তরঙ্গে হারাতে অভিলাষে মর্ম জুরে?
তোমার হৃদয়ের পালে কখনো কি আমাকে এঁকেছো?
সরল চোখে কোন বিকেলের ক্লান্ত অফিস ফেরা মনোজে-
দীপ্ত হয়ে শেষে আমাকেই ভুলে বসে আছো!
ভুলে যেওনা; সেদিনের পড়ন্ত বিকেলের ঝুপঝাপ মেঘের উর্বশী-
তোমাকে দেখে শ্রান্তি পেয়েছিলো; সেই সাথে আমিও।
তুমি এমন করে হেসেছিলে যেন আমি তোমার চোখে চোখ রেখে-
হারিয়ে গিয়েছিলাম সুদূর দিগন্তে।
মনে পড়ে কি, প্রেমা?