যেভাবে পথ চলে অভ্যস্ত ছিলো সেভাবে পথ চলতে পারেনি দেখে-
মনের ভেতর এখন ভীষণ জ্বালা-যন্ত্রণা-কষ্টময় স্মৃতিদাহ পোড়ানল।
চোখের মাঝে স্বপ্ন বুনতে ভালবাসার মতো মানুষকে ভালবাসতে হয়।
মিথ্যে হয়ে যায় সময়ের ত্রুটি বলা কিছু হীন বিষের দাবদাহে সে তো কে যেন অচল।
রণ হুংকারে কেউ কিছু বলে নিজেই এখন ভীমরি খাওয়া অর্ধেক মানসিক সচল।
যুদ্ধের খোলা ময়দানে মানুষ মরে, মরেছিলও কঠিন বিবাহ্যিকে সবসময়।
অবধারিত পরাজয় এমনি আসেনা-আসেনি কখনো,
হুংকারের তেজে যেন নিজেই অজ্ঞানের মতো-
না পারে চিনতে দেশের মাটি করে দেবে নাকি উধাও মানচিত্রের পাতা শত।