দিনের সাথে রাতের কতো লাজুকিয় আঁধারে সম্মোহিত মিলন-মেলা!
কতো বিস্মৃত জোগাড়ে মলিন পৃথ্বীর গোপন ভরাট হাওয়ার খেলা।
বুকে লেপটে আছে প্রাচীন কোন মৃন্ময়ীর স্রোতের কলতান।
কতো আলতা-ভারে মেহেদী রঙে রাঙা হাতের পরশ-
হারানো গানের মতো সুহৃদ হৃদয়ান।
তুমি আমি বুঝেও অবধারণে ক্ষত চোখেমুখে তাও চুপসে বলীয়ান।
কখনো হেরে গিয়ে বারবার পিছুহটে বহ্নিশিখায় জ্বলিনি।
হারতে চাওয়া মানে-
কদর্য এক মানের মানেহীন বিপরীত অজুহাতে হঠাৎ-
অবাক সরে যাওয়া।  
জীবনের দোলনাতে কিছু ঋণ কখনো শোধ করা যায়না।
রক্তজ জীবনের ভীষণ আকুতির রূপরেখায়-
এটাই যে পরিপূর্ণ নিবিড় এক বিস্তৃত সাজাল্পনা।
কখনো ভাবনায় মুখর যাপিত জীবনের নিভৃত ভার,
আর কখনো অল্প অল্প করে শেষ হবার শেষেও-
না শেষ হওয়া।
থেকে যাওয়া অন্তরে পল্লবে চোখ ভরে দেখিনি সমুদ্রপাড়।