সম্প্রীতি; তোমার চোখে আছে চেয়ে দেখি অবিচল পথ চলার
ক্লান্তিহীন নিভৃত আস্থা।
সময়ের ইশারায় ভাঁজ পড়ে মৃদু মুচকি হাসে
অবয়বে অসম্ভব সব অপরাজেয় অনুভূতি।


মনের চতুর্মাত্রিক নিরালায় অভিপ্রেত সব ইচ্ছে
ডানা মেলে বাঁধ-ভাঙ্গা বায়বীয় উৎসবে।
ডানা মেলতে মেলতে পাখিদের সব দল ক্লান্ত হয়ে তাও
নীড়ে আশ্রয়ে সহচর মাতৃ-মায়ায় উষ্ণতা বিলিয়ে দেয়।


নহর নহরে অবলয়ে অনুযোগে অব্যক্ত রিমঝিম বৃষ্টির লহবর শব্দে
মাতাল সবুজ সুচারু ফসলও।
তুমি ক্লান্ত নও; দেখি না কোন ত্রিমাত্রিক চিন্তার অন্বয়েও।
তুমি সচল অত্তুক্তেরও আরও নিবিড় গভীরে।


মন যদি ভালোবাসে-
চোখের না দেখাও সুগভীর অদ্বিতীয় ভালোবাসা
যদি ভালোবাসা যায়, যেতে পারে মনে-প্রাণে।
শীতার্ত ভালোলাগা কুয়াসায় কুঁচকানো বাতাসের মোচড় যেন।


আর সুবিন্যস্ত অনুভূতি সব হৃদয়ের; সে তো অপূর্ব-অসাধারণ
সব ক্ষেত্রে স্বয়ং ঈশ্বরও মানে।