পৃথিবীতে মায়ার বাঁধনে গড়া সম্পর্কে-
কখনো খাদ থাকেনা।
বৃষ্টির শব্দে মায়ার বাঁধন থাকে-
থাকে ভেজা সৃজন।
কুয়াশা ঘেরা তৃপ্ত ভোরে এই মায়ার বাঁধন হাসে।
প্রকৃতি যেন উজাড় করে কেঁদে ফেলে-
যেভাবে মায়ের উষ্ণতা পেতে কাঁদে সদ্য শিশু।
জীবনের প্রথম দিক থাকে চারপাশের মেলবন্ধনে।
বাড়তে বাড়তে প্রকৃতি সাথি হয়।
গ্রীষ্মের চৌচির মাতমে যখন প্রকৃতির গলা শুষ্ক হয়ে যায়-
তখনি নামে বরষা।
পুকুরের, নালায়, বিল-ঝিলের ভেলায় বালকদের উচ্ছলতা-
চোখে পড়ে শরৎ বাতাসের মেলায় কাশফুলের নাচন।
হেমন্তের কুলা ঝারে নতুন ধানের প্রাণ।
গ্রামীণ উৎসবে নাচে অবাধ শিশুর দমধরা উদোম দৌড়ে।
শীতের বাতাসে তারপর দেখা মেলে মনের প্রিয় ঋতু-
আছে অনেকেই; বিলাসী মনের ঝাপটা।
বসন্তে রাঙে মন মাথায় আঁচল টানা নব স্ত্রীর হাতে-
শোভা পাওয়া লাল-হলুদ-কিংবা গোলাপি একগুচ্ছ গোলাপ।
জীবনের ষড়ঋতুতে হাঁটা এক পা দু’পা করে-
ভালোবাসাই বুঝি হৃদয় ভরে।
মনের হোক, অন্তরের বাইরের কখনো নয়তো।