কি অপরূপ মায়াতে কেঁদে জানান দিলে তুমি রক্তের ধারা।
তুমি জেনে রাখো; তুমি অপরাজিতা হবে এই জঞ্জালের পৃথিবীতে।
মনের প্রকৃত প্রকৃতিতে তোমার স্থান মায়াময়ী।
তোমার আদুরে হাসি হবে তোমার পরিজনের বুক-বল।
তুমি আনন্দে থেকো সারাটা জীবন আমাদের হাসিয়ে।
পর-প্রজন্মের স্থানে তুমি আলোকবর্তিকা।
সূচনা হলো তোমার স্বর্ণ মুখে কান্না-হাসির বুলি দিয়ে।
মনে রেখো, তুমি বাতিঘর।
আমাদের হৃদয় জুড়ে প্রানের উৎসব মুখর।