পুরানো মেমেন্টো আর চাদরের গায়ে আমার  নীল-রিদা বিষাদ
লেগে থাকে,
লেগে থাকে বেআব্রু লালাপান
যুবতীর নিতম্ব-স্তনে,
প্রত্যেক চুমুকে  ফেনা এঁকেছিল  মজ্জা ও নির্যাস
শেষ কবে
তা'ও তো জানিনা।

সি-বীচের প্রত্যেক নগ্নতায়
দেখা দেয় পানি থেকে অজস্র জলজ
শেষ যবে ভ্রূণ  থেকে
অজস্র ফোয়ারায়
ভেঙেছিল পথিকের মতো,
আমার ফোয়ারা
আর  আকাশের পথে
তখন কে বলেছিল
`ফ্যান্টাস ম্যাগোরিয়া' ?

(N.B: in psycho-analytic perspective `phantas magoria'  is extreme wish fulfillment. When someone thinks of something so gravely that the layer of conscious and subconscious mind breaks then he can see the thing or man he thinks of.)