মোর বেনামি ভালোবাসা
                    পূরব ব্যানার্জী


ভালোবাসি প্রিয়ে, ভালোবাসি ওগো -
   ভালোবাসি প্রাণ দিয়ে,
শিল্পী তো নয়, আমি প্রাণ সখা
   বোঝায় তা কোন সূর দিয়ে।।
দিবারাত আমি শয়নে স্বপনে
         চিত্র তোমারই আনি।
যদি চেয়ে দেখো, মোর প্রেম দিয়ে,
         চমকি উঠিবে জানি!
ভালোবাসা কারে কই সখী,
      ভালোবাসা তো নয় পণ্য,
বোঝানো যাই না,ভালোবাসি...
      সেটা অনুভবে হয় ধন্য।।
আমি যাহা চাই, সে যদি তোমায়
       বোঝায় প্রেমিক হয়ে,
চাই না যে মন, সেই প্রেম ভালোবাসা,
       বোঝোনা যা চোখ দিয়ে।।
ওগো প্রাণপ্রিয়, শুধু এ জনমে নয়,
     বাঁধা মোর ভালোবাসা।    
কেন নির্লিপ্ত ভাবে ঠকাও নিজেরে,
     কেন বোঝেও বোঝোনা ভাষা।।
সব পেয়েও আজি রয়েছো উদাসী ,
                ওই নিলাকাশ পানে চেয়ে -
দিঘিপাড়ে ওই উড়ন্ত ফিঙের
               ডানা ঝাপটানো নিয়ে।।
আসবে ফিরে বসন্ত জেনো,
              পুস্প সুবাস দেবেনা ফেরায়ে,
এখনো বোঝোনা প্রেমের কান্না,
               কেন নিরবে রয়েছো হারায়ে।।
আগামির ভরশায় রয়েছি বেঁচে প্রিয়ে,
                  আগামি সে তো আসবেই -
হয়তো রবনা আমি এই রূপে,
               তবু প্রেম তো রবে এভাবেই।।
শুধু মোর এই ব্যর্থ প্রেমের-
                 আর্তনাদের, গুঞ্জনে -ক্রন্দনে।
কাঁপিবে বাতাস, বসন্তের গানে,
                 প্রেমের ও দেবতার গর্জনে।।
হয়তো আমার বোঝার ভুল,
হয়তো আমার বোঝানোর ভুল -
হয়তো আমার চেতনার ভুল
            পারিনি প্রেম কে বুঝতে!  
তবু যেন প্রিয়ে ভালোবাসি আমি,
মোর প্রাণ থেকে বেশি তুমি দামি,
তোমার তরেই স্বপ্ন দেখি যে,
              তবু চাইনা তা মুখে বলতে।।
ভালোবাসি তুমি জানবে যেদিন,
মোর মনটাকে বুঝবে সেদিন,
বুক ফেটে যাবে আমার তরে,
            এই প্রেম আবদারে-
পাবেনা আমায় খুঁজিয়া কোথাও,
চাহে তুমি যত অনুতাপি হও,
বিন্দু বিন্দু রোদনে সেদিন...
            পাইবে মোর প্রেম- আত্মারে।।