Home Famous Poets Kobitar Ashor Recitation Alochona Adda Logout
Tuesday, February 16, 2016


Adda Category


About Poet
Educational
Experiences
Miscellaneous
Opinions
Publications
Recent Events


Welcome পূরব ব্যানার্জী


Your Home
Poems by Favorites
Alochona by Favorites
New Poem in Ashor
New Post in Discussion
Banned Posts (1)
Change Password
Edit Your Profile
Logout
Search


English Avro Unijoy
Name of poet or part of poem


Search!
Please use the above search box to find any poet, poems of renouned poets, or poems in our Ashor section.
Recent Comments


আক্তারুজ্জামান ফেরু's comment on post নিস্তব্ধ শীতের রাতে: খুব সুন্দর হয়েছে ।কবির উজ্জল ভবিষ্...
পূরব ব্যানার্জী's comment on post নিস্তব্ধ শীতের রাতে: ধন্যবাদ এবং শুভেচ্ছা নিরন্তর।
faiz ullah rabi's comment on post নিস্তব্ধ শীতের রাতে: সু-স্বাগতম কবি কবিতার এই পরিবারে।
পূরব ব্যানার্জী's comment on post নিস্তব্ধ শীতের রাতে: শুধু মনের কথায় লিখি, আপনাদের আশীর্ব...


ভালোবাসার সন্ধানে


- পূরব ব্যানার্জী
ভালোবাসার সন্ধানে
             পূরব ব্যানার্জী


নিল আকাশের পানে চেয়ে চেয়ে,
প্রেমের কথা লিখতে গিয়ে, আজি -
ভ্যালেন্টাইন এর দিনে!
বারে বারে ছিঁড়ে ফেলি পাতা,
হয় না তো লেখা সারা,
উন্নত মস্তিষ্কের প্রেম দেখে, আর -
পড়ে না মনে কোনো প্রেমের ছন্দ।
আসেনা কবিতায় প্রেমের ভাষা।।
পবিত্র প্রেম কে আর পড়ে না মনে,
আজ আর নিল পরীর আঁচলে মুখ গুঁজে,
বুকের জমাট বাঁধা ক্ষত গুলো -
ভুলিয়ে দেওয়া যায় না।
বরং মেকি ভালোবাসা মনে আনে,
হিংসা,স্বার্থপরতা বা কাম-লোলুপতা।
সব কাজের মধ্যে থেকেও, চিত্রা কে -
আজ আর আনমনা হয়ে চেয়ে থাকতে দেখিনা,
শুন্যে, ওই গভীর আকাশ পানে।
বিরহ জ্বালায় আর যায় না ভুলে,
সকালের ফেলে আসা কাজ।
সাদা শাড়ি পড়া সুভ্রা কে দেখে আর,
জোৎস্না রাতের পূর্নিমা চাঁদের উপমা
অাসেনা মনে। প্রযুক্তি আর বিজ্ঞানের
অগ্রগতি আজ, যন্ত্র করেছে মানবে।
কলংকিত আজকের প্রেম যেন প্রাণহীন
উগ্র উন্মাদ সম  কামনা হয়ে-
ঝটিকা সফরে শান্ত করে দেয়, সুনামির মহাক্ষনে।
ব্যস্ততার মাঝে যেন প্রেম শুধু এক,
সময় কাটানোর মাধ্যম!
কবিতার সুরে আর চোখে চোখে,
যায় না উজার করা মনের উচ্ছ্বাস।
হলুদ শারি পড়ে চিত্রা তার পবিত্র হাঁসি দিয়ে,
অার করেনা অামন্ত্রন।।
আজ আর বুক ফাটা কান্না দিয়ে,
প্রেম কে অনুভব করা যায় না।
ভালবাসা আজ মৃত, প্রেমিক-প্রেমিকার অন্তরে।
প্রথম দর্শনের অনুভুতি আর নেই,
নেই প্রেমের বলিদান এই যুগে -
হৃদয়ের ভাষা, সে তো হাড়িয়েছে কোন ক্ষনে,
শুধু হাতে হাত, আর একান্তে নির্জনে,
মনের কথা না বলেও বলে দেওয়া -
সে তো সাহিত্যে, নাই বাস্তবে কোনো খানে।
ভালবাসা হাড়িয়ে গেছে আজি,
শুধু স্বার্থ অার কামনার ময়দানে।।