বাংলাভাষা
পূরব ব্যানার্জী
বাংলা ভাষা, প্রানের ভাষা, বাঙালীর সম্মান।
বিশ্ববাসীর ভাষা দিবস, এই বাংলার দেওয়া দান।।
২১ শে'র ওই রক্তঝরা, সংগ্রাম,বলিদান।
বাঙালীর ভাষা বিশ্বমাঝারে হইল যে মহীয়ান।।
মাতৃজঠরে যে ভাষার সূরে,পেয়েছিল ভ্রন শ্বাস।
যে ভাষায় ছিল, শৈশবে ওই প্রান ভরা উচ্ছাস।।
প্রথম যে সূরে মা বলে ডেকে পেয়েছিনু আশ্রয়।
সে ভাষায় মোর রক্তের জিনে, পূর্নতা তাহাতেই।।
জীবনের পথে, অাঘাতে-ব্যাঘাতে, যে ভাষা দিয়েছে প্রান।
সে ভাষার মান রাখিবার তরে, দেবো শত প্রান বলিদান।।
কত শহীদের রক্তের ঋনে, পেয়েছি যে অধিকার।
সেই মাতৃভাষার অপমান করে, স্পর্ধা অাছে বা কার।।
ধন্য সে জন, এমন মধুর ভাষা যার পরিচয়।
শরৎ,রবি, নজরুল সব এ ভাষাতেই পেল জয়।।
বাঙালির অাজ পরধনে রুচি,ভূলি এই সম্পদ।
মাতৃভাষা ভূলি অাজ কেন বিদেশীতে উন্মাদ।।
স্বপ্নের মাঝে যে ভাষায় মন গাহে প্রেমেরই গান।
যে ভাষা বুকের যন্ত্রনা কেড়ে, দেয় শান্তির ফরমান।।
যত বার আসি এ ভূবন মাঝে,যেন এ ভাষাতেই পায় স্থান।
শেযকালে যেন এ ভাষাতেই হায়, দেহ থেকে যায় প্রান।।