ওরা মানুষ নয়
                           পূরব ব্যানার্জী


ওরা মানুষ নয়!
মানুষের নামে ওরা তাদের ক্রীতদাস।
সারাদিন খাটে, মাঠে ঘাটে,
পথে-প্রান্তরে, মালিকের তরে,
হাঁসিমুখে, লয়ে স্বাধীনতার জয়োল্লাস।।
ওরা মানুষ নয়!  
মানুষের নামে ওরা তাদের ক্রীতদাস।


মানুষের নামে ওরা রাজনীতির গ্রাস।
দিন অানে খায়, ভীরু চোখে চায়,
ভোটের অাগে, মাঠ ভরে দেয়,
শান্তির দুবেলা অন্নের  তরে সহে নেতাদের ত্রাস। ওরা মানুষ নয়।


মানুষের নামে ওরা তাদের ক্রীতদাস।
মানুষের নামে ওরা শোষিত শ্রমিকের পরিবার।
শুষ্ক মুখেতে, রক্ত ঝরায়ে,
নিষ্পাপ মনে, স্বীয় শ্রম দিয়ে,
দিবারাত তারা, অভুক্ত পেটে,করে মনিবের তদবির।
ওরা মানুষ নয়।


মানুষের নামে ওরা তাদের ক্রীতদাস।
মানুষের নামে ওরা ওই প্রভু শিল্পপতিদের দাস।
দিয়ে মুনাফার ঢের, সাগর সুখের,
চেয়ে থাকে পেতে,উচ্ছিষ্ট মালিকের,
কোটর চোক্ষে,জীর্ণ দেহে,লয়ে শুধু হার-মাস।।
ওরা মানুষ নয়।


মানুষের নামে ওরা তাদের ক্রীতদাস।
মানুষের নামে ওরা ওই ধনীদের পরিত্যক্ত বিলাস।
ফুটপাতে ঘোরে,নগ্ন কাপড়ে,
প্ল্যাটফর্মে অথবা বস্তি - বাজারে,
ঘৃনা,করুনা কুড়ায়ে বেড়ে ওঠে ভেবে অদৃস্টের পরিহাস।
ওরা মানুষ নয়!
মানুষের নামে ওরা তাদের ক্রীতদাস।।