বীর সৈনিক
                 পূরব ব্যানার্জী


তুমি সৈনিক, তব পরিচয় সেই সুদূর অতিতের
ইতিহাসে অাছে গাঁথা,
তব উদ্যম ওই হুংকারে আজো রনসজ্জার মাঠে,
দেশমাতৃকার অাচঁল খানি,
নির্ভয়ে বাতাসে নাচে,তব রনযোদ্ধার সাজে।।
অাজও একই রুপে , মহীয়ান তুমি,
স্বদেশের বুকে, ভগিনী মায়ের,তুমি স্বস্তির ভরসা।
তুমি স্বদেশের সম্মান। হে বীর যোদ্ধা -
তোমায় মোদের শতকোটি  সালাম।।
তুমি আপনেরে ভুলে, কঠোর হৃদয়ে,
পাষান চাপিয়া বক্ষে -
হাঁসি মুখে হায়, মৃত্যুর সাথে মোকাবিলা করো তাই।।
তুমি অপলক চোখে , দিবারাত জেগে,
কঠিন তুষার শৃঙ্গে -
শত্রুর সাথে পাঞ্জা লড়িয়া, রাখো স্বাধীনতার সম্মান।।  
হে দূ্র্জয়ী, মহাবীর তুমি, লহ মোর প্রনাম।।
অানন্দ যত, যত পার্বন, সব মোদের করিয়া দান!
তুমি উদাস নয়নে, সজাগ চিত্তে, নাও সীমানার খতিয়ান।
তুমি সন্তান স্বদেশের,
মোরা তোমারই করুনায় হয়ে নির্ভীক ,
উড়ায় জাতির পতাকা, গাহি দেশ বন্দনার গান।
মোরা দিয়ালীর দিনে দিপক জ্বালায়ে, পরিবার লয়ে সাথে-
ঈদ রমজানে আল্লার গান,ভজি নানক যিশুরে নিজ মতে,
সে তো তোমারই ভরসা,
তুমি অাসমুদ্র হিমাচল দিয়ে পাড়ি, দাও অভয়ের হুংকার-
তুমি শত শত জননির, গরবের সন্তান।
তুমি দুর্জয়ী বীর, তব পবিত্র দেশপ্রেমেরে জানাই,
মোরা লাখো লাখো নমস্কার।।