প্রেম
              পূরব ব্যানার্জী
প্রেম সে যে অজানা এক বন্ধন।
না দেখা অনুভুতি, পবিত্রতায় ভরপুর,
আর শুধু বুকফাটা ক্রন্দন।।
ভালোবাসা আনমনে , মন পাখির কুহুতানে,
বেঁচে রয় হৃদয়ের স্পন্দন।।
প্রেম সে যে অজানা এক বন্ধন।।
মাধুরী মনের যেন যাদুকরী ছন্দে
তোলে এক সূরেরই ঝংকার।
নাই কোনো চাহিদা, নেশাকর প্রাপ্তির,
এ যে শুধু আকুতি শোকার্ত হৃদয়ের।।
বলিদানে বড়ো সুখ, বেদনা বিধুর দুখ,
তবু বেড়ে চলে এ আকর্ষন।
প্রেম সে যে অজানা এক বন্ধন।।
মানে না নিয়ম কোনো, বয়সের সীমানা -
সম্ভব অসম্ভবের নাই ভয়!
চঞ্চল চিত্তের দোলাচল আঁকিবুকি,
আর মনে শুধু হারাবার সংশয়।।
বসন্তের বাগিচায় পড়ে থাকা শিউলি,
জোৎস্নায় স্নাত ওই আসমান।
প্রেম সে যে অজানা এক বন্ধন।।
সাগরের হারিয়ে যাওয়া উত্তাল ঢেউ প্রেম,
নিঃসঙ্গ কোকিলের ক্রন্দন।
সংঘাত প্রতিঘাত, উল্লাস অবসাদ,
সুখ শুধু প্রাপ্তিতে দরশন।।
স্নেহ আর ভালোবাসার অশরীরি আলিঙ্গন
এক সুত্রে বাঁধা দুটি মন।
ঝিরঝির ঝরনার অকারনে বরষন,
প্রেম এক আত্মিক বন্ধন।।
প্রেম সে যে অজানা এক বন্ধন।।