জীবন সঙ্গী
                   পূরব ব্যানার্জী
মোর ভ্রান্তি সকল, করো ক্ষমা ওগো প্রিয়া,
করো মার্জনা যত অজ্ঞানে করা লাঞ্চনা তব প্রতি,
আমি শুধু নিজ স্বার্থ নিজ প্রয়োজন ভেবে সদা-
করে গেছি তব অবহেলা আর অপমান ওগো সাথি।।
আজ ভুলে সব যত অপরাধ তব প্রতি মোর,
নাও বক্ষমাঝে জড়ায়ে মম ব্যাথিত হৃদয়খানি।
আমি নীরবে মোর অনুতাপে ভরা অশ্রু দিয়ে গো প্রিয়,
করিব শীতল মোর নিঠুর আঘাতে জীর্ণ তব চিত্তরে অভিমানী।।
যেদিন তুমি ভুলে সত্ত্বা নিজের, ভুলে আপন পরিবার,
দিয়েছিলে সঁপে মোরে, যাহা কিছু তব ছিল গো সম্বল।  
আমি পুরুষের অভিমানে মোর অহংকারের নেশায় -
কভু ভাবিনি তব ত্যাগ, মহানতা ; না বুঝেছি আপন ভুল।।
তব কাতর চোখের চাহনি দিয়ে তুমি কি যেন বোঝাতে চেয়েছো,
আমি বুঝেও অবুঝ থেকেছি তোমায় ভেবেছি অমানবী পাষান !
তোমার নিঠুর ক্লান্তি, দিবস রজনী মোর তরে প্রানপাত,
লয়ে মোর কষ্ট চিন্তা সকলই আপন শিয়রে  তুমি রয়েছো যে অম্লান।।
আজ বলি আমি সখি হয়ত পারিনি বোঝাতে তোমায় আমি,
বেসেছি যে ভালো অন্তর হতে প্রতিক্ষণে প্রতি শ্বাসে -
চলার পথে যখনি কোনো বাঁধা করেছে মোরে  দুর্বল,
আমি না চেয়েও পেয়েছি তব ছোঁয়া, রয়ে গেছো তুমি সদা পাশে।।
আপনার আর এক রুপ ভেবে তোমারে গো ও মোর সখি,
নিজ যন্ত্রনা যত দিয়েছি চাপায়ে তোমার কোমল মনে।  
নিত্য পথের সঙ্গী তুমি, সুখের দুখের সাথী -
যেন তোমার মতোই বন্ধু পাই প্রিয় আমি মোর প্রতি জনমে।।