মৃত্যু
                    পূরব ব্যানার্জী
ব্যস্তসমস্ত শোরগোলে ভরা দুরন্ত পৃথিবী হতে,
চরম শীতলতার এক অদৃশ্য ভুবনের,
ক্লেদাক্ত পথের সাথী আমি - আমি মৃত্যু।
আমি নিরব শব্দের ধ্বনি ও প্রতিধ্বনির তরঙ্গের,
মধ্য দিয়ে, দেহশুন্য হৃদয় নিয়ে -
দৃস্টিহীন চোখের করুন আলোয় করি,
নিঃশব্দে নবাগতের আমন্ত্রন।
অন্ধকারের মাঝে সুস্পষ্ট চরম সত্যের জগতে,
সুখ ও দুখের মেরুকরন থেকে অনেক দুরে,
একাকী নির্ভৃত্যে করি গমন -
আমি অবয়ব হীন উন্মত্ত শীতের নৈশব্দময় হিমেল হাওয়া।।
মোর চেতনার পটে, মোর ব্যর্থতা ও সাফল্যের অট্টনাদ,
মোরে করে চিরশান্ত।
আমি চিরসত্য, আমি চিরন্তন -
তবু আমি বেদনাময় অনুভবে দিয়ে যায়,
মোর সঞ্চিত স্মৃতির ছায়াছবি !
সময়ের কালস্রোতে অশরিরী হয়ে যায় ভেঁসে মহাপ্রস্থানে,
ক্রোধ অভিমান যত মোর,
মোর চিতাভস্মের সাথে যায় উড়ে দেহপোড়া গন্ধের কালো ধোঁয়া হয়ে,
অথবা কবরের নিচে মহাপাতালের কালো কুপে।
আমি রয়ে যায় মোর আমিত্ব হারিয়ে,
নবপ্রানে নবিনের উচ্ছ্বলতার সাথে।।