আগন্তুক
                  পূরব ব্যানার্জী
আজ আর নয় কোনো অনুতাপ, নাই লজ্জা বা ধিক্কার।
ভুলে সমঝোতা আজ চাই শুধু খোলাখুলি দরবার।।
অনেক হয়েছে বিবেকের কথা,মানবতার বুলি পাঠ -
কবিতার ভাষা, নীতিকথা আর আইনের চৌকাঠ।।
যতই ভেবেছি রেনেসাঁস নিয়ে, নেতা বা গুনির বানী।
আশার গর্ভে আশার জন্ম, ক্রমশ বেড়েছে গ্লানি।।
বুঝেছি এবার প্রতিরোধ চাই, চাই কঠিন প্রতিবাদ,
চলে যাবো তবু না ঝুঁকিব আজ, হোক যত সংঘাত।।
হিংসা সেও নয় অচ্ছুত যদি সে জাগায় আলো।
পাপের রক্তে যদি পাপ ধোয়া যায়, হোক না সেই ভালো।।
গিরগিটি হয়ে রং পাল্টানোর, ভেকধারী যত নেতা -
রসনা ছিঁড়িয়া করিবো বাকরোধ, জ্বালাবো জীবন্ত চিতা।।
সাবধান ওই নরব্যবসায়ী আর মানবতার কারবারি,
সাবধান যত বিশ্বাসঘাতী, যত বেইমান সব ভদ্রমুখোস ধারি।।
আজ দিকে দিকে শুধু জাগরণ, নব আগন্তুকের দল।
নবযৌবন নিয়েছে শপথ , মুছে দেবে মায়ের চোখের জল।।
যাক সে জেহাদে নব প্রান কিছু, হবে সে মহা বলিদান।
মোর মাতৃভুমি হবে পাপ মুক্ত, হবে সততার জয়গান।।