অলীক সম্পর্ক
                         পূরব ব্যানার্জী
আজ এই বর্ষাঝরা দিনে,
ক্যালেন্ডারের হারিয়ে যাওয়া মলিন স্মৃতি,
কোথা হতে উড়ে এল মোর মনে।।
হটাৎ কবে ভালোলাগা, আর চোখে চোখে কিছু কথা,
মোর আসা যাওয়া পথে তোমার ওই সযতনে রাখা ব্যাথা।
মুখোমুখি হলে সম্মতি হাসি, বা ছুড়ে দেওয়া ইশারা -
সবে কৌশর ডিঙিয়ে তখন যৌবনের দোড়গড়া !
অজানা আবেগে কাটিত রজনি তোমারই আকর্ষনে।
রিনিঝিনি এই বৃস্টি প্রভাতে ফিরে এল পুনঃ মনে।।
জীবনের পথে জনকাকুলিতে কতই চেহারা নব সাজে,
ছায়াছবি সম হারাতো সেসবই তোমার হাসির মাঝে,
আমার কবিতায় তোমার উচ্ছ্বাস, পরাজয়ে হওয়া  উদাসী-
মোর প্রতি পদে সমর্থনের নয়নভরা আপ্লুত সেই হাসি !
মোরে বেধেছিল কোন সে অজানা আত্মিক বন্ধনে,
সারারাত ব্যাপি বাদলা হাওয়ায় ফের উঁকি দিল মোর মনে।।
আত্মপাগল আমি সেইদিন হৃদয়ের অবুঝ আমন্ত্রনে,
মুর্খতা বশে মোরে হত্যা করেছিনু, জ্বলি বিবেকের দংশনে !
ভালোলাগা আর ভালোবাসা শুধু এই বিভেদের জালে,
বুঝিনি তোমার শ্রদ্ধার স্নেহ, মোর বয়সের মোহজালে !
মনে পড়ে সেই ভীষন সময়, প্রতিপল সেই দিন -
অজ্ঞানতাই 'আমি ভালোবাসি' বলে, মোরে করেছি অস্তিত্বহীন।।
বিশ্বাস তব, মর্যাদা যত, শ্রদ্ধার ভালোবাসা -
একটা কথায় সব চুরমার, যত জমা ছিল আশা।
তুমি নিরবে শুনিলে প্রস্তাব মোর, দুচোখ অশ্রুভরা,
নিমীলিত মুখে আধো আধো স্বরে কিছু না বলিতে পারা,
হতবাক আমি, বুঝিনি বন্ধু তোমার মনের কথা,
প্রেম শেষ নয়, আরো যে অনেক সম্পর্ক্য আছে হেথা।
বড় অনুতাপ, দহন বক্ষে, আজো মোর মূর্খতা মোরে হানে,
নিজ হাতে আমি ভেঙেছি সিংহাসন তব, যা ছিল আমারই সম্মানে।
কিভাবে কিজানি ভেজা ভেজা চোখে বর্ষার এই দিনে,
আজ সহসা রজনিপ্রভাতে ফের স্মরনে আসিল মোর মনে।।